Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; Site_library has a deprecated constructor in /home/taiyoba/public_html/application/libraries/Site_library.php on line 2

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; Solar_library has a deprecated constructor in /home/taiyoba/public_html/application/libraries/Solar_library.php on line 3
Latest News

News

নারায়ণগঞ্জে  (TAIYOBA)  ব্রান্ডের ইলেকট্রনিক্স পণ্যের মোড়ক উন্মোচন

TAIYOBA 13-8-17
আড়াইহাজার/নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের  স্থানীয় একটি রেস্টুরেন্টে হোয়াইট হাউজে গত ১২/০৮/২০১৭ ইং তারিখে  ঞঅওণঙইঅ  ব্র্যান্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ ইব্রাহিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এ,কে,এম শামসুদ্দিন (শামস্) অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএ-এর সিনিয়র ভাইস প্রেন্সিডেন্ট জি,এম ফারুক, মাইওয়ান ও মিনিস্টার ইলেকট্রনিক্স কোম্পানীর কর্মকর্তা  মোহাম্মদ বদরুল আলম চৌধুরী ও  মাসুদ-আল-মানসুর , ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মিজানুর রহমান, এক্সিকিউটিভ ডাইরেক্টর আঃ শাকুর।  

সভাপতির বক্তেব্যে ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেন, আমাদের পণ্য দেশের ব্র্যান্ড হিসাবে আত্মপ্রকাশ করছে। গুনগতমান সমপন্ন ও সূলভ মূল্যে পণ্যটি আমরা বাজারজাত করব। গ্রাহক সেবা দিতে ২৪ ঘন্টা সার্ভিস চালু করা হবে। তিনি আরও বলেন, ব্যবসায় করাই আমাদের মূল উদ্দেশ্য নয়; দেশের বেকার শিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানই হচ্ছে আমাদের ব্যবসার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আগামী দশ বছরের মধ্যে ৬ হাজার শিক্ষিত ও মেধাবী বেকার যুবকদের ইলেকট্রনিক্স প্রযুক্তির ওপর প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে গড়ে তোলা হবে। পণ্যটি দক্ষিণ কুরিয়া ও চায়না থেকে আমদানি করা হবে বলে জানান কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর  আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। উক্ত ব্র্যান্ডের অধীনে প্রাথমিক পর্যায়ে ফ্রিজ, এসি ও এয়ারকুলার বাজারজাত করা হবে।